আগ্রহ বেড়ে যায় দৈবাৎ দীঘল মায়ায়,
বিস্তীর্ণ প্রান্তরে তবু জেগে থাকে রাত-
মিছেমিছি কাটায় সন্ধ্যা ঘোর রঙের,
ঝিঝির ডাক আর ঘুঙরুর গান থামে অভিমানে-
বুকের শিক ধরে জমা হয় বয়সী কষ্টের মিছিল।

আমি এবার ঘুম যাবো-
রাত চাই রাত,কাতর নরোম রাতের।

পরিচয়হীন নীরব ভাটিপড়া জীবন
জ্বলেনা কোন রঙ-শুধু বেড়ে যায় উৎকন্ঠা
বয়সের সুখের ঝুকি।
সিংহদ্বার খুলে আসে মত্ত সুরের মূর্ছনায়
অবহেলার মিছিল।
আমি জেগে থাকি রাত- নির্ঘুম জোৎস্নায়।

কোন ঋন নেই রাতের না?
নাচের মুদ্রাগুলি আমিই শিখিয়েছিলাম যে।
সংশোধনের নীতিমালা,খোলাবাজার অর্থায়ন-
আর হাটতে এক পা এক পা,পায়ের পরে পা-যত্নে বলেছিলাম- একসাথে কেউ দুপা হাটতেই পারেনা-
তুমিও আর ভুল হেটোনা।
তবুও দেখ আজ কি অসম্ভব ছন্দ পতন।

কাঁদছে পিয়ানো বেহাল-
অস্পৃশ্য উঠোন আজ আমার
তুমি ভুল করেও ছাপ রেখোনা।