ধর্ষিত হয় শব্দ
রাতের নির্জনতায়-
বিকৃত স্বাদে- কাব্যের অন্তরা।

বহুবার খুঁজেছি অলস রাত-
চোখের চাওয়ায়,আঙ্গিক ভাষার বাহুল্যতায়,
এতটুকু উষ্ণতার জন্য।
তোমার ত্রিপোলী ঠোটের মায়ায়-
আলেখ্য গড়ি রুপোলী মায়া।
নীল অবজ্ঞায় ধুঁয়ে যায় স্বপ্ন সাধ।
তোমার হীরক রাতের কাব্য বাসরে।

হেরে যায় খৈয়াম -
মদির চুমুকে তোমার নিঃশেষিত আঙুরের প্রলাপ-
বিশ্বাস পুড়া বুকেই অনৈতিক সুখ খোঁজো
নিপাট জোৎস্নার কুয়াশা আলিঙ্গনে।

আর কতবার বলো জন্মাবে ঔরশে তোমার-
জরায়ুর ভাজে ধরে অন্য পরাগ?
মাতৃত্বের স্বাধ জাগে শতেক যিশুর-
মেরী নও বলে মাতৃত্ব বিষাদ।

আকাশ জানে কতটা অবহেলার কষ্টে মেঘ ঝরায় বৃষ্টি,
জানলেনা শুধু তুমি কতোটা উদার অরন্য-
অংকুর ধরে - মেঘজলের ভালবাসায়,
হয়না রদ তবু তোমার খেয়ালী দৃষ্টি।