কি চাও- বর্ণিল প্রজাপতি?
নিয়ত পাল্টানো ফুলের পরাগ?
অভিলাষ থামবে কবে বলো?অস্পষ্ট অধ্যায়?
পুণঃমুদ্রিত হয়- সমীকরণ-নিয়ম ভুলের,
বেড়েই চলে ব্যবধান পৌনঃপুণিক প্রাপ্তি রেখায়।

আমি ভুলে যাই সিঁদুরের রঙ-
এক,দুই অতঃপর সংখ্যার শিরোনাম।
সমতল রেখায় চলে সুনসান দীর্ঘশ্বাস,
ত্রিভঙ্গ বিকেলের বয়সী রঙ আঁকেনা
আজ ভ্যানগগ।

কামরুলের তুলির তুঁতে রঙ এঁকে যায়-
অপ্রত্যাশিত পৌঢ় ব্যঞ্জনা-
আজ আর তাও সুর আনেনা সপ্তর্ষীর সারগামে।
সপ্ত সুর হারায়েছে বুঝি-
তাল লয় সুরের লহরী?
নীরব অভিমানে।

দেখ চেয়ে - তারামাছ,ঝাঁক বেঁধে উড়ছে রঙিন পাখির পালক,
খুনসুটি আঁকে উদোম ঠোঁটে।

এসো পাল্টে ফেলি -
ভূল নিয়মের ত্রিকোনমিতি।
গলা ছেড়ে গাই গজল
আকাশ উড়ায় আতসবাজী।

৩০.০১.১৫
কপিরাইট সিমন।