দাতমাজা আয়নার সামনে দাড়িয়েই
শুরু হয় প্রতারনার সকাল।
বেশ কসরৎ দেখিয়ে- ভেংচি,চিমটি কেটে,
দাতকেলিয়ে-হাত বুলিয়ে পরখ করি কতটা রপ্ত করেছি অনায়াস।
তারপর ফিচ করে হেসে হাতে তুলে নিই শিরানির কাকুই- তৃপ্তির ঢেঁকুর ওঠে স্বদম্ভে,
সাবাস! তোর হবে - নিজেকে শান্তনা।

চলে সকাল,দুপুর,বিকেল,সন্ধ্যে,রাতের পালাবদল-
বেশ মানিয়ে ফেলি নিজেকে;
সময়ের সাথে প্রতিনিয়ত।

তারপর দেখি এক সকালে;
আয়নাবন্দি লোমশ মুখ-
আমি দিব্যি ভালো আছি।