স্পষ্টত জানি তোমার রজঃকাল-বয়ঃসন্ধি কালের-
বিবর্তিত স্তন রেখার ধীর পাহাড় হোয়ে ওঠার আপেক্ষিক গল্পের আদ্যপান্ত।

ঈশ্বরের চেয়ে থাকা চোখ কিভাবে সেটে থাকে
পাহাড় চুড়ায়-
আর বিবস রঙের মোহিত সুরের সানাই ঘোসিত হয় প্রহ্লাদিত স্বরে -
খুব জেনেছে তা রাসপুটিন অন্তরে।

আজ বসন্ত ছুঁই ছুঁই্ ছোপ নাই কালে
চৈত্রের পড়ন্ত ছায়া- ন্যুয়ে রোদের
টোল কপোলে।
জোয়ার টানেনা আর জোছনার চাঁদ
মরা কাঠালী তাই সময়ের কোলে।

স্বাক্ষী খোদা-
জল শ্যাওলার শিকড় আজ বদ্ধ্য জলায়-
তুমি এসে দেখে যেও - কতটা রঙ আজো সে ফুলে।