গতকাল ঘাসফড়িংয়েরা আমাকে কিছু মন্ত্র শিখিয়েছে-
আর হাকিম চত্বরের্ বুড়ো জারুল গাছটা ফিসফিসিয়ে বলেছে কিছু-
দুজনেরই কথা খুব কাছাকাছি-
মানবতার গান শেখো,
বুক দিয়ে ভালবাসো এ মাটি
এবার ফাগুনের শ্বাষ নিয়ে মানুষ হ।

আমি খুব মেখেছি ঠোটে সে বর্ণের মন্ত্র,
হেটেছি শাহবাগ টি এস সি বইমেলা
বইয়ের পৃষ্টায়্ আর মলাটের ভাজে
খুঁজে ফিরেছি আরো কিছু মন্ত্রের বীজ।

অদুরেই বাজছে কোলাহলে মাইক
ঘোষকের ভরাট কন্ঠে -;এবার বক্তৃতা দিবেন
জাতীয় মহিলা আধিকার আন্দোলনের নেত্রী নিলিমা মির্জা-
জনৈক মির্জার মানবিক বোধের রঙ মেখে হয়েছেন নেতা আজ।

চমকে ফিরে চায়- বিদ্রুপে হাসছে ঈশ্বর-
কুড়কুড়ি হাসিতে- পিত্তি জ্বলে যে আমার-
তবু মানতেই হয়- মিসেস মির্জা পরেছেন নিযুক্ত ফাস মির্জা আজ কন্ঠহার।
ভূল মন্ত্রে মাখিয়েছে বোধের রঙ আঙ্গে তার।

আমি দৌড়ে যাই ঘাসফড়িং আর জারুলের কাছে-
মন্ত্র আজ্ঞা ভুলেছি শিখতে-
জানতে জারুল বোধের রঙ কি?বল হে হরি-
সেঁজ ফুল কাঁটা ভরা -আজ্ঞা নয়গো তা,
মানবতা, বোধ রঙ নয়গো পাতাবাহারী,
বলনা আমায় কি রঙ তারি?