পুড়ছে ঈশ্বর-
কাঁপছে নদীজল-
কাঁদছে বাক্যের মাঝে শব্দ,বর্ণমালা
অতঃপর আমিও ।

সুখ-ঘুম যাওয়ার কিছুরই ত্রান নেই আজ-
আগুন উড়ছে শব্দের শরীরে
পুড়ছে বাক্য - কবিতার রঙ আর
নটরাজ ঈশ্বরের কুশন।

আলিঙ্গন চাই বারুদের-
আমার মশাল প্রজ্জ্বলিত হাতের কলমে
এবার ঝরাবে সহস্র গতির মিসাইল।
শব্দের অগ্রভাগে নিব-
মহাকাল ব্যবচ্ছেদের রে-গান।
এবার স্লোগান থামালেই - ঝলসে উঠবে বারুদ-রে।

কেন পুড়ছে বাংলা-
পোড়ায় বা কেনো?
ফাগুন এসেছে বসন্ত বাতাসে-
দেখ চেয়ে-
বাতাস বইছে চৈতালী আগুন।

স্বত্ব-সিমন