এভাবেই বেড়ে যায়
এককাল দুইকাল তৃতীয় পুরুষ।
জলটানে জলবাড়ে ইহকাল,
ছুঁয়ে যায় অবোধ মায়ায় বিলাসী অভিলাষ।
সুখ খুঁজে সুখ পায় অরন্য সকাল,
আমি স্বপ্ন দেখি - আধো ঘুম আধো জাগে;পূণঃবার বাঁচার।

বেঁচেও উঠি আমি,আরও বাঁচে একপুরুষ।
হাতে ধরে হাঁটি স্বপ্ন পথ-
সামনেই আঁকা মলিন রেখাচিত্র
অখন্ড নিয়তি করি অবহেলা -
দৃঢ় মুঠোই ধরা প্রজন্ম হাত পথ দেখি- পাতাঝরা।
তবু পায়ে পায়ে দীপ্ত উচ্ছাস-
আলোর রেখা হাঁটে ক্লান্ত পথ।

নীল গুলো ধুঁয়ে গেছে আভিমানে,
কিছুটা ফ্যাকাশে আজ ছাঁয়া সকাল,
ধোঁয়াশা মেঘ ভাসে নির্লিপ্ত বসনে,
তবু আমি রোদ দেখি প্রদীপ্ত উজ্জ্বল।

জীবন ঘুমাক এবার স্বপ্ন আঁকা রাত।