জন্মান্তরে চাই তোমায় অধরা লিলিথ.
পূর্ণযৌবনে চাই আরো ব্যথিত হৃদয়,
কান্নার নোনাজল শুষে খাক অর্ক আলো,
চমকে জাগাও তুমি রাঙিয়ে এ মন।
স্পর্শের শিহরন চাই কোয়াসার আলো বিচ্চুরন।

বুকের মাঝে করি আজো তোমাকে তালাশ,
বিলম্বিত সুখ চাই প্রবল অনুরাগে,
জন্ম জন্মান্তর হাটছি মৃত্তিকার টানে
একফালি চুম্বনের স্পর্শে করো বিরহ খালাশ।

পেলব নরোম রাতে চাই তোমাকে নিবিড়
সখ্যতারই সুখি অঙ্গে নিশা পাক ঠাই
ইভ তবু দুরে থাক প্রজন্মে তোমায় চাই।
ইতিহাসের ফসিলে খুঁজি আমি দ্রাবিড়।

শ্লথহোক আলো গতি পথ
ভেঙ্গে যাক ঈশ্বরের রথ,
চেয়ে দেখ লিলিথ তুমি ফিরে এসে
কেমন জীবন বেচে আছে অভিলাষে।

(হিব্রু মিথলজি অনুসারে পৃথিবীর প্রথম প্রেমী মানবী লিলিথ)