কে রাখে মনে?
তুমি আমি এই যে অবগাহন।
বিস্তৃত প্রেম আর বিষয়ী খুনসুটি!
ক্যাম্পাস, পুকুর পাড় টলটলে জলভাসা!
কতোদিন ফাগুন হাওয়ায় মাতা-
চৈতি রোদের পালাবদলে ছায়া খোঁজা,
কখনো আমার ছায়ায় মুখ লুকিয়ে স্বস্তি খোঁজা তুমি-আমিও।

একটুও মনে রাখেনি-
অবোধ বিকেলে তাড়া আছে বলে উঠে পড়ি-
উঠোনে নাচা একলা গাঙ শালিক দেখে -অলক্ষুনি!
আর একটু বসে যাও।
তোমার বসন্ত বাতাস উড়া চুলে
নাক ডুবিয়ে একবুক গন্ধ নেওয়া।
অতঃপর ল-অ-ম-বা-আ শ্বাষ ছেড়ে দুহাত ছড়িয়ে চোখ মুদে জীবন্ত যিশুক্রুশ-
যাও!! আর নাহ!

কতোবার তুলেছি শুন্য আদুরী তানপুরা
বলেছি থামাও মুঠোকিল
এ বুকটায় তবলা যে বাজেনা!
নাহ! কিছুই মনে রাখেনি- স্বস্তি খুঁজেনি তোমার আঁচল ভাঁজে..নাহ!.. একটুও না।
......................
           ---------------------
খুব সহজে ভুলে গিয়েছি জ্যামিতি-
লম্ব, কোন, ভুমি সমতল-
অন্য কিছুই নয়- শুধু প্রকৃতি এঁকেছে যে
পয়তাল্লিশ ডিগ্রী কোন-
তোমাকেই্ চায় শুধু,প্রজন্মে বেচে থাকার খুব প্রয়োজন।

উহু! ...এসব কথা তোমাকে বোলেনি!
নাহ! মনেও রাখেনি।