আবারও আমার বসন্তে বাতাস এলো- বন্য,
সাথে বজ্র আর বিজলীর ঝলসানী আলোর রেখায়,
অবিরাম উন্মাদনায় খসিয়ে দিল নবীন পাতার অভিলাষ-
করুন বেদনা ঝরিয়ে দিল রাত,
বৃষ্টি ফোটায়-
ঝরে গেলো কাঠালীর স্পর্শের ইচ্ছে,
আমার আধো ধরা স্ব-প্নে-র সাথে।

পরিশিষ্ট্য-
হাওয়া মাতাল হলো-
অঝোর বৃষ্টিতে,
নিষিক্ত হলো সজীব প্রান,
সিক্ত মাটির নিবিড় আলিঙ্গনে।

আমার বুকটা শুষ্কই থেকে গেল,
খাঁ খাঁ চৈত্রের খরা-
জলহীনে।