ক্লেদান্ত সকাল আসে
রাত কুরে খেয়ে-বিবর্ণ দিন।


ভাঙতেই চাই -
প্রতিনিয়ত আমার বৃত্ত,
আমার চারপাশে তৈরী অমোঘ দেয়াল,
তোমার রক্ষিতা নগরীর অনুশাষন।


বারংবার নীতি বদলে বাস্তবতা বিবর্জিত
এই পিচ- সত্য চিত্রনে ব্যর্থ,
আর সব দায় আমার মাথায় বলে
আমি দাড়িয়ে প্রসাব করে দিই,
যদি কিছুটাও ধুয়ে যায় অনিয়মে
আচ্ছাদিত অমানবতা।


প্রাত্যহিক জীবনে শক্ত হয় বলয়,বেড়ে সংখ্যা,
রাত সঙ্গমেও শতেক অনুমোদন,
বিকৃত মননে খন্ড চিত্র ধারন।
এবার আমি দিবালোক প্রকাশ্যে সহবাস চায়
দেখুক অজস্র চোখ ঈশ্বরীর যৌনাঙ্গে স্খলিত বির্য কিভাবে জন্মায় ভ্রূন।


না লুকোনো কোনকিছু নয়-
জীবন,স্বপ্ন এবং মৃত্যুর সাথে
তোমার যৌনাঙ্গের ঘেমো আন্তর্বাস
আর প্রকাশে আসুক প্রেত নৃত্য-
তোমার শহরের সাথে পূর্ণ মানচিত্র।


জন্মাক প্রতিরাত শেষে বোধের সকাল
রোদ্রের সাথে জ্যোর্তিময় মানবিক প্রশ্বাস।
আমার সঙ্গমে বিকলাঙ্গ আমি না জন্মি পূণর্বার।