জ্বলছে সুকান্তের দেশালাই কাঠি,
হেলাল হাফিজের নিউট্রন বোমা বুঝে
মানুষ বোঝেনি বলে।
রবিঠাকুরের বীরপুরুষের খোকা
টগবগিয়ে আর ঘোড়া চড়ে না।

জ্বলছি আমিও-
তুমি অন্য রাতের তারার গল্পে
মুগ্ধ হয়ে প্রেম যেচেছো বলে।

নজরুলের ভোরের পাখি
ভুলেছে ডাকা,
ভোর হলো দোরখোল বলে।।

বসন্ত ডাকা কোকিল পুড়েছে বসন্তেরই
চৈতালী রোদ্রের আগুনে।
আমার সাথে।।

রাত যায় ব্যঙ্গমা ব্যাঙ্গমীর,নিশ্চুপে।
আলো জ্বেলেছে আঁধার জোনাকী
জোৎস্না কুমারীরা তাই গল্প শোনেনা।

খোঁজেনা কেউ কাউকে,
সুক শারীর প্রেম গিয়েছে ভেঙে
গল্পে মজেনা সাঁঝ।
রাত পেরোয় বিরহের বাসর ঘর,
আমি আর কষ্টের সহবাস।

কষ্ট নেবে কষ্ট ফেরিওয়ালার ক্রেতা,
জীবন সময় জুড়ে।