ইস্পিত লক্ষে আমার চলার পথ
চড়ুই পাখির ঠোটে চ্যাও চ্যাও।
আমি থমকে যায়, আলোর রেখা
সরে যায় দুর, আমার অধরায়।

অথচ গত শতাব্দী থেকে আমি চোখ
রেখেছি,তার এবং তার চলার পথে।
সালোক সংশ্লেষনের ক্ষণটিতে যখন
ঠোঁটে তৃপ্তিরা অলস বসে আসন গেড়ে,
ঘাস ফড়িং ছুঁইয়ে দেয় ঠোঁট অবলীলায়,
আমি একটু স্পর্শিত সে সুখ ছুঁইয়ে নেব।
মেখে নেব কিছু হাসির অলংকার অঙ্গজুড়ে,
আর তৃপ্তির প্রসাধনি মনের একলা দেয়ালে।

কতক পূর্নিমার বছর গুনেছিলাম,
অমাবষ্যার শতাব্দীর সাথে,
অতঃপর আর হিসেব রাখেনি গাঙ্গোয়েত্রী।
পথযাত্রী  হেটে যায় সন্মুখে,
আমি রংহীন বিরহী শ্বাসে বেঁচে থাকি।