দিকভ্রান্ত কতক সময়,
বেহাল ইচ্ছে আর প্রয়োজনে
সময়ের সাথে সন্ধি উড়াই।
যাপিত জীবন ঠাঁই নেই তবু কচি রঙে।
সব তুলির টান সমান না আঁকার নিয়মে
মলিন আর সুর ভঙ্গের টান কষে।

তবু স্বস্তি খোঁজা জীবনের পালক ভাসায়
বেহালার সুর পাল্টে তানপুরা পিয়ানোয়
খুঁজি অমিত স্বাদ মায়া ।
যিশুর শরীর ছুঁয়ে মিঠে বাতাস আসে
চুপিচুপি পরশ বুলায়,মন শরীর জুড়ে
আমি চোখ মুদি,আয়েশী আহ্লাদে।

অন্তরে জ্বলে প্রজ্বলিত যেশাস আলো,
প্রভু জন্মলগ্নের ক্ষন-প্রস্রবনে।
আজো দীপ্ত সে আলো বয়ে যায় প্রান্তরে,
স্নিগ্ধ সুরের মূর্ছনা বাতাসের স্বরে
আমি বুক ভরে স্বস্তি নিই ছুঁয়ে ক্রূশ তোমার
পুনঃর্বার জন্মাও সে আলো,জন্মি আমিও।
আনন্দ বৃষ্টি ঝরে মাটির মায়ায়।
উত্তরী মেঘ আসে দক্ষিনের প্রান্তরে
ছড়িয়ে শুভ শুক্রবারের শান্তি সুর সৌরভ।