তোর চোখেতে স্বপ্ন দেখি,আকাশ উড়াই রাত,
দুঠোঁটেতে আঁকছি চুমা বিলীন অভিলাষ।
একলা উঠোন মন নাচেনা,জোড় শালিকটা কই?
দুজন বুঝে রাত রাঙানো প্রজাপতি উড়ে,
আমার চোখে ঢেউ জাগানো গোলাপ ছড়ায় হাসি।
আলিঙ্গনের মথুরা বন শূণ্যপাতা ঐ
ঝরছে চরায় ঢেউয়ের ফেনা শুকনো একরাশি।

শ্যাওলা পানা দোল খেয়ে যায় চরায় আটকে পড়ে।
একলা এখন রাত কেটে যায়,আকাশ ছোঁয়না হাত।
ঘন বাতাস শিষ দিয়ে যায় সুরে শনশন,
দৌচালা ঘর খড় ছাওয়া চাল কাঁপে তিরতির।
জলের দোলায় ঢেউ খেলে যায় পদ্ম ফোটা জল
উথাল পাথাল রাতদুপুরে উদাস বাউল মন।
শুকনো পাতা উড়ছে আধো বাজে ঝিরঝির,
চোখের দিঘী স্বপ্ন ধরে মায়া টলটল।
জোড় বাধেনা জীবন জোড়া ঘূর্ণি মায়া আশ,
অঝোর ধারায় বুকের কানায় ঝরছে অবিরল,
তুই ভেবেছিস এটাও সেই শ্রাবন ধারার ঢল?