তারপর যেদিন রূপসী হলে,
অন্য তুলির রঙ আঁচড়ে,
ভিটে ছাড়া হলো বুকের প্রেম।
ঠাই নিল পেটের জারক জলে,
অবিরাম দ্রবনে সে প্রেম আজ দিশেহারা।

উত্তর মেরুই আঁকা প্রেম চিত্র ,
সভ্যতার ফসিল হয়ে দেবদারু বন,
নক্ষত্র রাতে শরম ঢাকা ভুলেছে পাতাবাহার
শহরে শহরে রঙ ফেরী মেহেদী পাতার,
স্পষ্টতঃ তোমার অনুরাগী শিক্ষার্তি।
জলজ দীর্ঘশ্বাসে এতটুকু অনুশোচনা নেই,
অবিরাম ঘুম পাল্টায় স্বপ্নঝরা রাত,
অমাবতী,পূর্নিমায় কোন রকমফের নেই।

অথচ কথাছিল তারা ঝরা হাসি
আর নক্ষত্রের মিটিমিটি দুষ্টমি নিয়ে
পার হয়ে যাব আরব্য রজনী।
কামাক্ষা সিঁদুরে এঁকেদেব নদীর পলিভূমি।
ব্যাঙ্গমীর উচ্ছলতায় গল্পরাতের আসর,
এক অনার্য ব্যঞ্জনায় সিদ্ধ হবে কুমারী রাত।
স্বরলিপি হবে চন্দ্ররাতের উপাখ্যান,
চন্দ্রাবতী নিষিক্ত হবে ভাস্কর শিরোনামে।

ভেবোনা প্রেম পাল্টেছে বসতি বলে,
ভাস্কর্য হয়নি কোন প্রস্তর,
অধ্যায় ভেঙ্গে এক পর্ব প্রস্তর গড়ে প্রগাঢ় মায়া,
আর পৃথিবীর শেষ প্রস্তর খন্ডে লিখে দিই
"ভালবাসি" বলে তোর নাম।