বেহায়া বাতাস ছিড়ে নেয় গীটারের তার,
তবু ঝংকার ভোলেনি মন সপ্তসুরের,
পায়ে চলার নূপুরের সুর দিকচিহ্ন দেখায়।

চকিত রোদ ন্যুয়ানো দীর্ঘছায়া ছুঁয়েযায় আঁচল।
তুমি বুঝতে পারো মায়াবদল পার্বন?
নবান্ন উৎসবে সেই সিন্নিবদল বিকেল,
প্রেম প্রেম আলোয় কুড়ানি আমের উৎসুক চোখ- সুদ্ধি হাসি ঝরা তৃষিত ছড়াসুর?
-আয় বৃষ্টি ঝেপে......
অন্তরা বাজে সে গানের
দুপুর রোদে ছোট হয়ে আসে ছায়া,
ঝাঝা রোদে পুড়া রঙ আজ,
তবু মায়া ভোলেনি দখিনের আমগুটি
অভিসার দেখবে বলে ঝরে পড়ে সবুজ বিকেলে,
শুধু কেঁপে যায় ছায়া,দীর্ঘ হওয়ার অসুখে
একহাঁটু নীলজল ভিজে,
ঢেকে রাখে চোখ ঝরা জল।