খই ফোটে ঠোঁটে
প্রলাপ জড়ানো শব্দের নাচন
একটুও বিশ্বাস নেই যদিও ঘ্যাঙর ঘ্যাং এ
শ্রোতাও জানে বৃষ্টি উৎসবের উল্লাস মাত্র
ব্যাঙের সঙ্গমের কাল এসেছে শ্রাবনে

একটু বাড়িয়ে ভাবে কেউ -আতলামি
এ এক শব্দ শোনানোর নামে পরিবেশ দূষণ
কি দরকার এ লোক দেখানোর?মানলি না যদি
এ সম অধিকার মানবিক শব্দ কেবল মুখে
বুকের অতলে চিহ্ন আঁকেনা জল ছবির
শব্দ ঘরে কর্ষিত বাক্যের প্রক্ষেপন শুধু
পয়লা মে শ্লোক এখন-ইস্তেহারহীন
খন্ডকালীন প্রমোদ  ভাসা

পার্বন মে দিবস
বাৎসরিক উল্লাসে চিহ্ন হারায়
শ্রমিক অধিকারের শ্লোগান
নির্যাতিত ইতিহাস বন্দী আজ
ঘোষিত ছুটি আর বক্তৃতা আয়োজনে

দুই

সারি সারি মঞ্চ ওঠে
আসীন শাষক শ্রেনী চেয়ারে চেয়ার
কন্ঠ ওঠে শাষকের শব্দযন্ত্রে চিৎকার
চাই চাই শ্রমিকের ন্যায্য অধিকার
যদি শাষকই দেয় প্রাপ্য সুষ্ঠে
তবে কি ছিল পয়লা মের দরকার
তবু শ্রমিক দেয় এদিনেও শাষকের
জয় জয় চিৎকার

আহ! কি সুন্দর শ্রমিক বলাৎকার