খুব কেদেছে বাউল রাত
আর হাতের আঙুলের কোলে একতারা
যখন আকাশ নীলের আঁচল্ পোড়ে
পৌঢ় বিকেলের লাল আগুনে
দিগন্ত জুড়ে রক্ত আঁকা দিনের বিরাম চিহ্ন
উপযোগ হারায় স্বপ্নালু জীবন
খতিয়ানে হালনাগাদ দেশান্তরী
বুক ঠেলে উপচে ওঠে ভেজা শ্বাষ
তবু পুড়ে যায় কণ্ঠনালী উষ্ণতায়
বাতাসের ফিসফাস সুর বদলে যায়
হাহাকার উড়ায় অতৃপ্তি নিশ্বাস


রূপালী জোছনা কমা সেমিকোলনে
বাধ গড়ে জোনাক আলোর রাত
রোপিত ধানচারা ক্লোরোফিল উড়ায়
শরীর জুড়ে মেখে নেয় হলুদ আবির
কৃষকের স্বপ্ন পোড়ে কর্ষিত ক্ষেতে
নিবিড় আলিঙ্গন ভোলে অধ্যায়
আর বিমুখ রাতপাখির পরাগায়ন


ডেকে যায় প্রেক্ষাপট জুড়ে অবিরাম
"বউ কথা কও" একলা পাখি-অক্লান্ত ডাক