পার হয় আলোকবর্ষ ধরে নক্ষত্র রাত,
সমুদ্রের নীল জল যখন রক্তাভা ভ্রণ
ধরে দিগন্ত সূর্যের
আমার প্রত্যুষ জাগে সেই ক্ষণটিতে।
মহাকালের আয়ূরেখায় যোগ হয়
দিনের জীবন নামচা।

রূপালী রং ঢাকে মেঘের আঁচলে
শত আয়ূর জীবন রেখায়
ক্ষয়ীষ্ণু মঙ্গলের অক্ষে শনির বলয়,
প্রলয়ের সুর তোলে দ্রাঘীমার তারে
কক্ষচ্যুত হয় দীঘল সুখ অভিলাষ।
রাত নুপুরের ছন্দপতনে জোনাকীর
বিলাপ,
সুর হারায় নিঝুম তানপুরা।

শুদ্ধ সা,য়ে চকিত হয়না শ্রুতিইন্দ্রীয়
মহাকর্ষন ভুলে জীবন পোড়ে ধুমকেতুর
পুড়ি আমিও।
জীবন ও বোধের নিয়ত পক্ষাঘাত
তবু ন্যুয়ে পড়ি মাটির বুকে
সতেজ বোধের বিনম্র ছায়ায়
জীবন খুঁজি আর্য আমি
পৌঢ় দিগন্তের উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট
স্বপ্ন বাধি নিটুট মায়ায়।