ব্রাকেট বন্দী তোমার সন্ধ্যা,
তবু হামাগুড়ি বিকেল ছোঁয়
লাল আবিরের দিগন্ত
ওম খোঁজে রাত ঘুমের।

ব্যারিকেড গড় প্রতিনিয়ত,
রূপসী রাতের ইঞ্চি-বর্গফুটে।

বাধ চ্যুয়ায় নদীজল
তুমিই বল-
বাধ কি বোঝে জোছনার ঢল?