একদিন খুব বৃদ্ধ হবো।
হাতের আঁকাবাঁকা মেঠোপথের মতোই
চেহারায় নানান রেখা ভাসবে।
তখন মোটা মাথাটা থাকবে কিন্তু চুল থাকবে না,
চোখ থাকবে ঠিকই দেখার জন্য দৃষ্টি থাকবে না,
হয়তো প্রচুর টাকা-পয়সা থাকবে,
সেই সময় বেড়ানোর স্বাধ থাকবে না।
কখন যে উঁচু পাহাড় বেয়ে মেঘশূন্য নীলাকাশের
ছবি তুলবো সেই শক্তি বোধহয় হারিয়ে যাবে।
আমার প্রিয় কলম থাকবে কিন্তু স্ট্যাটাস বা ডায়েরিতে
বন্দী করার জন্য কোনো লেখা থাকবে না।
সেদিন আমার নির্লিপ্ত মোহ আবেগ
ভেঙ্গে চুরমার হয়ে যাবে।
একশো একটা নীলপদ্ম দিয়ে বরণডালা সাজিয়ে,
আমাকে বরণ করে নিতে হবে
গোধূলি বেলার মুখচাপা
এক বিশাল পৃথিবী দুঃখকে...!!
তখন আমি এই দুঃখ কাকে দিবো..!!
এই দুঃখ কে নিবে..!!
ভালোবেসে তো প্রেমিক হতে পারলাম না।
আমার অজুহাত ভর্তি প্রেম আর বিষাক্ত
অপেক্ষাগুলো তোমায় ছুঁতে পারলো না।
শেষ নি:শ্বাস অবধি তুমি আমার
অজ্ঞাতনামা শত্রু হবে প্রিয় পল্লবী ??
*******************
১১ই অক্টোবর ২০২১ইং