আমার প্রাণের প্রিয় ছিল একটি পাখি
যার ছিল মায়াময় দুটি আঁখি।
কত যে রক্তে রক্তাক্ত হলো
আমার এই যে হৃদয় ,
বুঝো নি এখনো বুঝবে না কখনো !
কতটা হলো যে ক্ষয়।


প্রকৃতির নিয়মে বদলেছ তুমি
বসন্ত এসে বলে ,
তোমায় আমি ভালোবেসে ফেলেছি
অজানা হাসি ঠাট্টার ছলে।


আমার ভালোবাসা প্রকাশিত হবে কি না
তোমার স্নিগ্ধ চরণ তলে,
মায়াবী হাসিটুকু ভোলা হবে না কখনো
আমার অন্তিম কালে।


তোমার হাতের বানানো "চা" টা
সত্যি ছিল আমার কাছে ,
মিথ্যা বলেছি অনেক কথা
লুকিয়েছি নিজের কাছে।


সামাজিক মাধ্যমে না পেলেও তোমায়
মনে পড়ে প্রতিক্ষণে,
তুমি যে থাকবে আমার জীবনে
প্রতিটি মুহূর্তের অনুভবে।


আকাশ পানে চেয়ে দেখি যে
সূর্য ঢেকেছে মেঘে ,
কখন এসে যে বলবে আমায়
ভালোবাসি আমি তোমাকে।


বাড়িয়ে দাও না হাত টা তোমার
ধরতে চাই ঐ কোমল হাতটুকু ,
স্পর্শে পাশে থেকো আমার
বাকি জীবনের সময় আছে যতটুকু।


সন্ধ্যা নামলো অস্ত গেলো সূর্য
পাখিরা ফিরলো নিজ বাসায় ,
আমার মনের কথা প্রকাশিত হলো
তোমাকে নিয়ে লেখা কবিতার ভাষায়।


ভাবনার বেড়াজালে আটকে পড়লাম
মায়াবী মায়া কে নিয়ে আমি,
ভালোবেসে আমার হাতটি ধর
জ্যোৎস্না রাতে এসে তুমি।


আকাশের মেঘগুলো কত যে সুন্দর
রৌদ্রোজ্জ্বল দিনেও দেখি তোমাকে,
মেঘের বাড়ি যাবো দুজনে
কখনো ভুলে যাবে নাতো আমাকে?


ঝড় বইছে মনের আকাশে
প্রকৃতির হাওয়ায় ভাসি,
দূরে থাকলে মনে পড়ে তোমায়
মন চাই ছুটে চলে আসি।


হঠাৎ দেখে ভুলতে না পেরে
লিখেছি তোমায় নেইতো কেউ আর ,
ভালোবেসে তুমি এসেছো আমরা কাছে
একটুও অযত্ন হবে না তোমার।


পাবো কি পাবো কি-না তোমায়
না বলা হলেও বলা হবে কি না ,
আমি যে তোমার হতে চাই
এই গল্প তো মিথ্যে না ।


আবেগ অনুভূতি হয় যদি সত্যি
তবে কেন অশ্রুসিক্ত করেছো আমায় ,
স্বার্থপর তো আমি নয় হবো না কখনো
তবে যে স্বার্থপরতা মানায় না তোমায়।


মায়াবী চোখে দেখেছো আমাকে
অট্ট হাসির ফাঁকে,
দূর থেকে যে কথা হতো আমাদের
নিঝুম চাঁদনী রাতে।


কত কথা যে লেখা হলো আমার
ছেড়া সাদা পৃষ্ঠার খাতায় ,
সুন্দর তুমি সুন্দর তুমি !!
খোলা চুলে তোমায় বেশ মানায়।


সকালের আকাশটা কত যে সুন্দর
সাদা মেঘে মেঘে যাই ভেসে,
মোমবাতির আলোর নীল অংশটুকু
উপহার দিলাম তোমার পাশে বসে ।


ছোট্ট মেয়েটির কথা বলেছিলাম
ছিল কয়েক লাইনের স্টোরি ,
তোমার প্রতিক্রিয়া কথা কাঁদালো আমায়
রচিত হলো এক ইমোশনাল হিস্টোরি।


তোমার জীবনে ভুল কিছু হবে না
শুভ সূচনা করতে কি পেরেছি ?
ভালোবাসে তোমার সমতুল্য কি হবো ?
ধরতে আসি নি, বরং ধরা দিতে এসেছি।


প্রতিটি মূহুর্ত্ত অনুভব করে যায়
একসাথে হেঁটে চলা পাশাপাশি ,
পৃথিবীর চোখে ফাঁকি দিয়া আমরা
বলেছি দুজনে তোমাকে ভালোবাসি।


মনের কালিমা গুছিয়ে আমি
ভালোবেসেছিলাম তোমাকে ,
ভুলে যাওয়ার ভয়ে রেখেছি হৃদয়ে
ফিরিও না কখনো আমাকে।


কতটুকু আমি চাই যে তোমাকে
সেটা কল্পনার বাইরে তোমার ,
হৃদয়ের অন্তরালে আছি শুধু দেখে
ভেজা মেঘের জলরাশি দিলাম উপহার।


ঘন কালো মেঘ আড়ালে পড়েছে
চাঁদ খানি মুখ তোমার দেখে ,
উদিত সূর্য অস্ত পড়ে চিরন্তন
বসে থাকতে চাই সারাদিন সারাক্ষন
বিদায় নিতে চাই না মন
তোমার কাছ থেকে।  


তোমার দেয়া ফুল গুলো ছিল
ভালোবাসার উপহার ,
শুকিয়ে যাবে একদিন
সেই ফুল গুলোর স্নিগ্ধতা
তুমি যে আমার ভালোবাসার অলংকার।


বসে বসে দেখি তোমার চেহারা
কোনো সময় খোলা চুলে বা কোনো সময় ভেজা চুলে!
পরনে থাকে রঙিন জামা ,
দেখে মনে হয় পরীদের রানী
তোমার হাতে গড়া সেই বাগানে
তোমাকে দেখতে পাই ফুটন্ত ফুলে ফুলে।


শিশির ভেজা সকাল বেলা
মন চাই দুজনে পাশাপাশি বসি
মুখে বললাম না , বললাম না
মায়া তোমায় খুব ভালোবাসি।



২০ শে মার্চ ২০১৭.