ও মেয়েটি আমার প্রেমিকা,
যাকে শুধু দেখা যায়, ছোঁয়া যায় না।
দৃশ্যমান তবুও অদৃশ্য ঘোলাটে
সবুজ রঙে তাঁর মুগ্ধতায় ডুবে যায়।


ও মেয়েটি আমার প্রেমিকা,
যার জন্য কিছু ছোট ছোট মুহুর্ত কিনতে পারি,
দিতে পারি অসামান্য ভালোবাসা।
সে যদি জামা পরতে চায়,
তাঁকে আমি নতুন শাড়ী পরতে বলি,
সাথে রঙ বেরঙের কপোলে টিপ দিতে বলি।
কিছু খেতে চাইলে দামি কিছু খাওয়াতে পারি না,
পাঁচ দশ টাকার প্রেমফল কিংবা,
ঝুপড়ি দোকানের লাল চা।
সে যদি কিচ্ছু খেতে না চায়,
তাঁর জন্য রেখে দি শুষ্ক চুম্বন, ওর খুব প্রিয়।
ঐ খালি পকেটের প্রেমিকা-রা যেমনটা হয়।


ও মেয়েটি আমার প্রেমিকা,
আমার শার্টের বোতামের ফাঁকে সুকৌশলে
দেখতে চায়, কোন জায়গায় তিল আছে,
কোন জায়গায় মন।
বেচারা জানেও না সবটাই যে তাঁর,
জানলে হয়তো আমাকে তাঁরই করে নিতো।


ও মেয়েটি আমার প্রেমিকা,
বেকার জীবনে এক মেরুদণ্ডহীন প্রাণী আমি,
বোধ আছে বুদ্ধি নেই,
তাঁর প্রতি মনযোগী কিন্তু যোগীপুরুষ নই,
ভালোবাসি, তবে ভালো একটা বাসায় তাঁকে,
তুলে আনা সম্ভব ছিলো না আমার জন্য।


ও মেয়েটি আমার প্রেমিকা,
সবচেয়ে সুন্দরী এক প্রেমিকা
এই কথাটা আমার বন্ধু মহলে চিৎকার করে,
বলতে না পারা আমি এক প্রেমিক,
ভয় পায় কেউ যদি তাঁকে নিয়ে কটুবাক্য বলে,
সবটা জেনেও ও আমার প্রেমিকা।


আমি দূর্বল প্রেমিক,
বোনের বড্ড বয়স হয়েছে বিয়ে হচ্ছে না,
মা জীবত আছে উচ্চরক্তচাপ ও চিনিযুক্ত জীবন নিয়ে।
বাবা আছে দিনমজুরী হিসেবে ঘাম ঝরায়।
এমন সংসারে আবদ্ধ হতে না পারা,
ও মেয়েটি আমার প্রেমিকা।


কাল, হ্যাঁ কাল বেলায় তাঁর শুভদৃষ্টি,
পান পাতা সরিয়ে সুদর্শন পুরুষটির সনে,
চোখাচোখি হবে, কতো আয়োজন।
নেমন্তন্ন দিলো না আমায়,
তবুও গেলাম বোন আবদার করলো,
বিরিয়ানি খাবে, প্রেমিকার বিয়ের বিরিয়ানি
বোনকে চুপিসারে খাওয়ালাম,
এক নির্লজ্জ প্রেমিক আমি,
পকেটে যে এক পয়সাও নেই।


আর আগামী পরশু আমার সব ভালোবাসা,
তাঁদের বিছানা থেকে ধুলো ভেবে,
ঝেরে ফেলবে, ক্ষতবিক্ষত হবে।
এক অপ্রেমিকের ভালোবাসা,
নিখুঁতভাবে নিখোঁজ হবে,
শতশত চুম্বনে, শতশত ক্ষতচিহ্নে।
তাঁর এলোচুলে এঁকেবেঁকে যাওয়া রাত্রিযাপনে,
মধুময় হবে, সুখময় হবে।
আমি অনায়াসে চূঁড়ায় উঠে,
চিৎকার করে বলেত পারি,
ও আমার হতে না পারা এক প্রেমিকা।💜
==>>==<<==>>==<<==>>


লেখনী_২৭শে_মে_২০২৩ই_শনিবার🌼