আমার দেওয়া হাতে লেখা প্রথম চিরকুট টি,
সেদিন দেখলাম তোমার ঝুলবারান্দায় পড়ে আছে,
দেখলাম তোমার পানে তাকিয়ে আছে,
ভাবলাম, সেটি পড়ে মিষ্টি উত্তর টি,
আসবে আমার কাছে।


কিন্তু, ঘরের কাজের মেয়েটি,
তোমার ঘরে ঝাড় দিতে গিয়ে আমাকেও চিরতরে ঝেড়ে ফেলে দিলো।
ফেলে দিলো তোমার হৃদয় বারান্দা থেকে।
খুব একটা দোষ হতো না,
নিজেকে ভারি মনে হতো না,
যদি আপন মনে কুড়িয়ে নিতে।
হয়তো ভিন্ন কিছু না হলেও,
অভিন্ন মতামত আসতো না।


তোমাকে শত শত চিরকুট লেখার দাবি
লেখা ছিলো সেখানে,
সেখানে লেখা ছিলো তুমি বলে ডাকার অধিকার।
সেখানে লেখা ছিলো ভালোবাসি বলার অধিকার।
সেখানে লেখা ছিলো তোমার দুষ্ট মিষ্টি ঠোঁটের স্পর্শ পাওয়ার অধিকার।
সেখানে এটাও লেখা ছিলো হাত দুটো ধরার অধিকার।
সেখানে কিন্তু কোথাও লেখা ছিলো না,
এটাই আমার লেখা শেষ চিরকুট,
যার মৃত্যু হয়েছিল নর্দমা কোন এক ডাস্টবিনে।💚
*************************


১২ই ডিসেম্বর ২০২৩ইং


বি দ্রঃ- ২০২৪ অমর একুশে বইমেলায় আমার প্রথম কাব্যগ্রন্থ "সৃজনে তুমি" প্রকাশ হয়েছে ...বইটি নব সাহিত্যে প্রকাশনীর স্টলে ( ৩৮৪ ও ৩৮৫ নং ) পাওয়া যাচ্ছে। ঘরে বসেও রকমারি ডটকম অর্ডার করতে পারবেন।কবিতার ওয়েবসাইটে প্রচার করলাম বলে কিছু মনে করবেন না,ভুল হলে ক্ষমা করবেন।
আশীর্বাদ ও দোয়া কামনা করি ...।💚