আন্তঃ নগরের ট্রেন কিছু সময় পর ছাড়বে,
দু'টো টিকেট কেটে পায়চারি করছি,
অপেক্ষায় আছি সে কখন আসবে,
এক বৃদ্ধ লোক আমায় শান্ত হয়ে বসতে বললো,
উফফ শান্ত মন অশান্ত পৃথিবীতে দুলছে দোলনায়,
সময়টা মাঝে মাঝে নিষ্ঠুর আচরণ করতে চায়,
করতে চায় বললে ভুল হবে, করেও বসে,
ভাগ্যের নিষ্ঠুরতা চরম ভোগায় মানুষকে।


যেসময়টাতে আমার ঘুড়ি উড়ানোর কথা ছিলো,
সে-সময়ে মনে মনে আমি
নিজেকে উড়িয়েছি তোমার আকাশে,
সাঁতরে সাঁতরে ভাসিয়েছি,
তোমার পুকুর ঘাটে, তোমার চারিপাশে।
খুব বেশি দেরি হয়নি, ওর সাথে পরিচিত হলাম,
তাও ল্যান্ডফোন টা ছিলো বলে,
ইচ্ছে ছিলো চিরকুট লিখে তাকে,
ভালোবাসি বলবো,
ইচ্ছে ছিলো তার কানে কানে বলবো,
তোমায় ভালোবাসি।
বলা যেতে পারে সে আমার বেলা বোস💜
বেলা কে সহজ কথাটা বলা গেলো না,
ঐ সহজ শব্দটার ভার এতো যে ভারি,
বহন করতে গিয়ে যদি ভাঙ্গন হয়,
সেইজন্য হয়তো বলি নি, বলতে পারি নি।


কথায় কথায় আলাপচারিতায়,
নামটি জানা হলো,
জানা হলো কে কেমন আছি,
জানা হলো কে কোথাকার উড়নচণ্ডী।
প্রোফাইল লক করা দেখা স্বত্তেও,
সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো
বেলা কে দেখতে আসতাম,
ভালো লাগতো লুকিয়ে দেখার মধ্যে।
মাঝেমধ্যে চেষ্টাও করতাম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর,
কিন্তু ওটাও যে লুকায়িত ছিলো।
ওর হাজার হাজার ফ্রেন্ড-ফলোয়ারস,
ভাবা যায়, আমাকে তো পাওয়ায় যাবে না.!!


কারণে অকারণে ভুলো মনে ওর নাম্বারে,
ডায়াল করতাম, এখন অবশ্য খুব মিস করি।
কোন এক সময়ে সেই নাম্বারে
তার কন্ঠ শুনা যেত না,
হতাশার সুরে কথা না বলে রেখে দিতাম।
আমি তো আর অঞ্জন নই,
তাই পার্থক্যটা দু-এক লাইন অবশ্যই থাকবে,
নিখুঁত হওয়া খুব প্রয়োজন ছিলো কি.?
যদি তা-ই হয় তবে আমার মধ্যে খুঁত ছিলো।
জীব হয়েছি বটে, কভু জীবনটা তোমার কাছে
সমর্পণ করা গেলো না।


সেদিন অপেক্ষা টা মোটেও সহজ ছিলো না,
ভাবতে অবাক লাগলেও,
তোমাকে অন্যরুপে দেখলাম ফেসবুকে,
খারাপ লাগে নি তোমায়, ভালোই মানিয়েছে।
কষ্ট পেতাম কি-না জানি না,
তবে একটি বার হলেও বলতে পারতে,
দূরে যখন সরিয়েছো, বলেকয়ে যেতে দিতাম,
তোমার বিদায় সয়ে বয়ে নিতাম,
শুনেছি, আমি শুনেছিলাম সেদিন সুদিনের কথা।
ভালোবাসা দামী হতে পারে না সম্ভবতঃ,
সেই মানুষটি দামী, যাকে তুমি ভালোবাসো।
কারণে অকারণে ভালোবাসা যায়,
ভুলো মনে চেয়েছে তোমায়,
স্মৃতির জোনাকিপোকার আলোয়,
নতুন করে সে বেলা অবেলায় বাসা বেঁধেছে,
এক অভিন্ন সরলরেখায়।


আজ ট্রেনের গতিপথ ভিন্ন হতে চলেছে,
টিকেট দু'টো আজো ডায়েরি মাঝে পড়ে আছে,
একটু পর ট্রেন ছেড়ে যাবে,তোমার দেখা মেলেনি।
চেয়েছিলাম আমি থেকে আমরা হবো,
কিন্তু আমাকে যে, আমি-ই থাকতে হলো।
আমার বেলার বেলা ফুরালো,
এক চিলতে হাসিমুখে,
তোমায় জানালার পাশে দেখেছিলাম,
ঐ দূরের উড়োজাহাজটি দেখে,✈️
ডানা দু'টো খুব দ্রুতগতিতে উড়াল দিলো,
সে ডানা দু'টো অন্য পাখি নিজের করে নিলো।
***★★★***★★★***★★★***
#কালিওকলমে_অনিমেষ✍️
#২৫শে_এপ্রিল_২০২৩ইং
#এক_চিলতে_হাসি💜💙