সূচীপত্র♥
========
জীবনের তুমি নামক গণিত বইটি যখন হাতে পেয়েছিলাম।
মলাট বাঁধা বইটি খুব আগলে ধরেছিলাম নিজের হাতে,
তুমি আমার সম্পূর্ণ সূচীপত্রে ছিলে
কত অংকের মাঝে সংযুক্তা হয়ে
ছিলে শেষ অবধি পৃষ্ঠাতে।


বাস্তব সংখ্যা♥
===========
বাস্তব উদাহরণ ছিলো তোমার
নানা অজুহাতের সংখ্যা সংক্রান্ত প্রশ্নে,
কিন্তু আমি অবুঝ বালক যার ছিল না জ্ঞান, ছিল না বদলে যাওয়ার ধরন,
তোমার যোগ-বিয়োগের খেলায়
অবস্থান টা ছিলো আমার শূন্যে।


বীজগাণিতিক রাশি- (বর্গমূল ও ঘনমূল) ♥
=========================
আমার খুব পছন্দের অধ্যায়
বর্গমূলের অংক কষতে খুবই ভালো লাগতো, কেন জানো?
সবকিছু ঠিকঠাক জোড়ায় জোড়ায় মেলাতে পারলেই মনে হয়,
শুধু  তুমি আর আমি,
পরে জানতে সক্ষম হলাম
অন্যের প্রতি তোমার প্রতিক্রিয়া ছিল না কম,
নিজেকে ঘন করে একেবারে ঘনিয়েছ যার সনে
তার হৃদয়ে দিলে চুমি।


রেখা,কোণ ও ত্রিভুজ ♥
==================
সংকীর্ণ আলোর চক্রে মগ্ন ছিলাম
হাতে-পায়ের তালুর রেখাতে
আমার ছোঁয়ায় শিহরিত করতো
তোমার হৃদয়ের প্রতিটি কোণে,
নতুন জন্ম হলো তোমার
কোন এক নতুন শুভলগ্নে
হঠাৎ ঝড়ো হাওয়ায় ভেঙ্গে গেলো
ঐ ত্রিভুজের প্রতিটি রেখা
তৃতীয় ব্যক্তির আগমনে।


বৃত্ত♥
=====
দুজন দুজনার বৃত্তের কেন্দ্রবিন্দু
হতে চেয়েছিলাম কোন এক সময়।
কিন্তু আজ তুমি আমাকে
বৃত্তের বাইরে রেখে,
অন্যের বৃত্তের কেন্দ্রবিন্দুতে
নিজেকে প্রতিস্থাপন করেছো,
তাতে দুঃখ নেই আমার প্রিয়া
তুমি যে প্রথম প্রেমের প্রথম সর্বনাশী
সেটা প্রমাণ দিয়েছো।


দুরত্ব ও উচ্চতা♥
=============
দূরত্বের কথা আর কি বা বলবো
দূর থেকে বহুদূরে থেকেও
চাইবো তুমি সহসা ভালো থেকো,
হতে পারি নি সমপরিমাণ
কেন না,তোমার হৃদয়ের উচ্চতায়
আমি বেঁয়ে পৌঁছাতে
পারলাম নাকো।


পরিসংখ্যান♥
===========
জানা অজানা তথ্য উপাত্ত
সংগ্রহ করেছিলাম।
ভালোবাসা টা উপস্থাপন করতে গিয়ে দেখি,
তুমি ভালোবাসার পরিসংখ্যানে
খুবই পারদর্শিতা,
বিন্যাস্ত সারণি ভুক্ত মানুষটাকে
দর্পচূর্ণের মতো অবিন্যস্ত করে দিলে
কই এমনতো ছিল না কোন কথা।


উত্তরমালা♥
==========
সর্বশেষ তোমাতে ছেড়েছিলাম
ছেড়েছিলাম এইজন্যই ,
জীবনের গাণিতিক প্রেমের উত্তরমালাতে কোন উত্তর
পেলাম না বলে,
তবে হারায় না মানুষ, বরং বদলে যায়।
প্রেম সমুদ্রে প্রেমিক প্রাপককে
চিঠি দিতে গিয়েও,
প্রাপকের ঠিকানা টা গিয়েছো ভুলে।
  ♣♣♣♣♣♣♣♣♣♣



১৩ই জুন ২০২১।