জানো, আমার গায়ে খুব জ্বর,
তাপমাত্রা ছাড়িয়েছে থার্মোমিটারে,
পুরো শরীর ভীষণ ব্যাথায় নেতিয়ে পড়লো বিছানায়।
হঠাৎ দু-একদিন পর দেখি,
গায়ে ছোট ছোট কিছুর উপস্থিতি।
ভাবলাম চলে যাবে,
কিন্তু না, আত্মীয় স্বজনদের মতোই,
কয়েকটা দিন থেকেই গেলো,
আমার আপদমস্তক জড়িয়েছিলো।


লোকে আমায় ছুঁতে আসতো না,
গা ঘেষে বসতে চাইতো না,
দূর থেকে কথপোকথন সেরে ফেলতো।
মাঝেসাঝে আঁড়চোখে তাঁকাতো।
কেউ কেউ পাড়ার ছেলেমেয়েদের বলে বেড়াতো,
ওর সাথে মেলামেশা করিস না।


হাসলাম খুব হাসলাম......
এক অনন্য চিরসবুজ উক্তি মনে উঁকি দিলো,
"ফুল ফুটুক আর না-ই বা ফুটুক আজ বসন্ত"
হুমম আমায় ছুঁয়েছে গুটিবসন্ত।
তবে এই বসন্ত খুবই সাময়িক সময়ের অবস্থান মাত্র।


জ্বর চলে গেলো, বসন্তের হাওয়া বিলীন হলো,
একটু আধটু কালোদাগ রয়ে গেলো,
ওসবও চলে যাওয়ার পথে।
এই কঠিন সময়ে তোমার প্রয়োজন অনুভব হলো,
পেলামও তোমায় খুব কাছে।
আসলেই ভালোবাসা সবার জন্য আসে নি,
ভালোবাসা সবাই বাসতে পারে না।


তুমিই একমাত্র দেখিয়ে দিলে,
যে দাগের ভয়ে লোকারন্য থেকে দূরে ঠেলে দিলো,
সেই কুৎসিত কালো দাগে তোমার চুম্বনরস,
মিলিয়ে রয়েছে, মিশে আছে।
তোমার ঠোঁটের স্পর্শে দীর্ঘশ্বাস খুবই দীর্ঘ হলো,
প্রত্যেক চুমুতে তোমার ভালোবাসা চিরস্থায়ী,
তুমি শিখিয়েছো বুঝিয়েছো,
ভালোবাসা বড্ড কঠিন।🌺❤️💛
*****====*****====****===
✍️রচনাকাল- ২২/০৯/২০২৩ইং