আমাকে অনেকেই উন্মাদ বলে,
জানি না কেন।
কিন্তু তারা জানে না,
ওরা ভয়ংকর দূর্ভিক্ষের মতোই।
সংবাদপত্রের ভাঁজে ভাঁজে
প্রতিটি পাতায় পাতায় মিশে আছে
সাংবাদিকের অধম্য নিঃশ্বাস।
কলমের সামান্য আঘাতে তাদের জন্ম।
কোন একদল আমায় জন্ম দিয়েছে তাদের ভাষায়,
Hunger Hungry, Hunger Hungry..!!!
তারা কোন অর্থে এসব জানাতে চাই??
পৃথিবীতে সবাই উন্মাদ Hunger Hungry..!!
পোস্ট মাস্টারের ডাকটিকেট,
ভিক্ষুকদের প্রিয় খালি থালা,
অঞ্জন দত্তের বেলা বোস,
নচিকেতার সেই নীলাঞ্জনা,
মৃত্যু পথযাত্রীর সাদা কাপড়,
হুমায়ুনের হিমু,
মাস শেষে শূন্য পকেটে নির্ধারিত বেতন,
ঠিকঠাক যদি বলতে যায় ঐ দেবদাসের পারু,
আর আমার, সেই নাম না জানা তুমি।
ও বড়সাহেব মেমসাহেব কান পেতে শুনুন
সবাই জীবনের চমর সত্যটাকে
অবলোকন করে মরীচিকাকে।
হাসি পায়, খুব হাসি পায়, শুধু  হাসতে চাই:)..!!!
///---////---///---///---///---///---///---///


২৭শে ডিসেম্বর ২০২১ইং