প্রিয়তমেষু,
তোমার মধুচন্দ্রিমার ক্ষণে
কাটানো সেসব আমার স্মৃতিগুলো
সাজানো বাসর ঘরে হাঁটু গেড়ে যদি বসতে চায়,


দেহ যষ্টি থেকে ধুলো ভেবে ফেলে দিও,
আমি গড়াগড়ি দেবো গৃহতলে একাই।


ভালবাসলে মানুষ খুব স্বার্থপর হয়,
আমিও যে তার বাইরে নয়,
দাবিদার হতে চেয়ে আমি অধিকার হারায়।
স্মৃতির পল্লব যদি বজ্রাঘাত করে,
তোমার বিস্তৃর্ন বুকে টেনে নিও তারে।
আমি রবো দাঁড়িয়ে রাতভোর
সঙ্গোপনে বাহিরে।


অশান্ত চঞ্চুতে আমার আকর্ষণ
অধৃষ্যে কখনো হয় অনুভব
একাগ্র চিত্তে নিজেকে ভিজিয়ে নিও
অভিমুখ হয়ে তার কোলে,


ভয় নেই প্রিয়,
তোমার বাসরে আমি আপদ হবো না
ধাক্কা দিয়ে বহিষ্কৃত কোরো আমায়
ভুলে যেও মনের দরজা খুলে।


তোমার মনে আছে?
এ প্রান্তে আমি আর তুমি অপর প্রান্তে
ফোনে কথা বলতে বলতে
হঠাৎ লোডশেডিং এর অন্ধকার রাত
ভয়ে চাপা কান্নায় কাতর,


তোমার মনের নিস্তব্ধতার অলিগলিতে,
আমার পদচারণায় একেবারে ভোর।


এখন তোমার জীবনের প্রতিটি রাতই
লোডশেডিং এর রাত।
পাশাপাশি কথা বলে হবে রাত্রি যাপন,
হৃদয়ের ভয় কাটিয়ে
বিদ্যুৎ বেগে তারে করে নিও আপন।


ভুলে যেও তুমি, তোমায় মনে রাখার দায়িত্ব অর্পণ করলে হে প্রিয় আমায়,


তোমার দেওয়া আবেদনময়ী স্পর্শেন্দ্রিগুলো আমি আজও
রোজ নিয়ম করে পূজো করি।
নক্ষত্রের মেলায় তোমায় হারিয়ে,


ভাবছি বসে তুমি আছো,
শরীরের সবচেয়ে দামী অংশ হৃদয়ে।


************************
২৭শে জুলাই ২০২১।