তুমি নামক ভালোবাসার অতিথি
আজ আমার হৃদয় কুঠিরে এলে।
তুমি আমার  এক নাম না জানা তনুশ্রী
যাকে হৃদয়ঙ্গম  করার প্রতীক্ষিত আমি।


আমার শব্দ-তরঙ্গের সামর্থ্য থাকত যদি,
অনুভূতি হয়ে পৌঁছাতো এবং
তোমায় জড়িয়ে ধরতো।
তুমি হয়তো আমার সেসব শব্দ চয়নের
সীমাবদ্ধ অনুভবের অনুভূতি গুলো বুঝতে পারতে।


ভালোবাসা বুঝি এমনি হয়ে থাকে?
চোখের পলক বন্ধ করলেই যদি দেখতে পেতে,
তোমার কপালে লেপ্টে থাকা
এলোথেলো ভেজা চুল গুলো,
আমর্শ দেখার অধিকারের নিশ্চয়তা হীনে
কাঁপতে থাকা আমার হাতের পঞ্চ আঙ্গুল।


স্নানোৎসবে মেতে উঠতে তুমি আমার স্নানঘরে
আর বাহুডোরে আবদ্ধ করে রাখতে চাওয়া,
তোমার লজ্জায় ভেজা তোয়ালের
স্নিগ্ধ পরশ এই আমি।


সকালের চায়ের কাপে ধোঁয়াটুকু যদি বিলিয়ে দিতে
তুমি আমার প্রেমময় ঠোঁটে,
এক নিমেষেই ঘুমো ঘুমো ভাব
উড়ে যেতো কোনো গহীন কোণে।
তোমার প্রতিটি ভেজা চরণচিহ্নে
পা ফেলে চলাটা আচরণের অধিকারি আমি।
তোমার  শীতল হৃদয়ে অনধিকার প্রবেশ আমার।
এই বুঝি ভালোবাসা
যদি সেটা তুমি জানতে, তবেই  বুঝতে।


‌ভালোবাসি অনুভূতি তোমায় খুব ভালোবাসি --
‌"তুমি" নামক বিশাল পৃথিবী
যাকে না দেখতে পারা মর্মাহত হৃদয় নিয়ে
ক্লান্ত গোধূলির আলোমাখা অন্ধকারে ডুবে যাওয়া
আমার দু-চোখ জুড়ে টলোমলো
খরস্রোতা নদীতে পরিণত,
যদি সেটা তুমি জানতে।


তোমার মনে চৈতন্য গাঢ় হলে
কিছুটা সহজ হতো,
যোজন যোজন অন্তরালে থেকেও
তোমাকে পাওয়ার স্বাধীনতার স্বাদ আমার কতটুকু।
তুমি যে আমার প্রেমের অপরূপা,
তুমি যে হৃদয়ের সম্পূর্ণা।
তোমার লাজুক চেহারায় ডুবে যাওয়া
আমার স্বভাব দোষ ছিলো।


মুখোমুখি তাকিয়ে থাকার দিনগুলো
আজ সোনার খাঁচায় বন্দী।
কিন্তু তুমি নেই সেই বন্দী কারাগারে।
এই পৃথিবীর বুকে সদ্য ফোটা
শিউলি অথবা কাঞ্চন ফুলের সুগন্ধে
সহজ সরল মুগ্ধতা তোমার চোখেমুখে
নতুন সকালের কথা বলে দেয়।
এই ভালোবাসা তুমি যদি বুঝতে
আমার জন্য সহজ সমাধান হতো।


তুমি যে আমার ভালোবাসা
তুমি যে আমার সৌভাগ্যক্রমে
পাওয়া সৌভাগ্যবতী।
সব মনোমুগ্ধকর ভালোলাগা,
মুগ্ধতা তোমায় ঘিরে।
অভিমানের উঁচু দেয়াল পেরিয়ে,
তুমি যে এই অনুভবের
সবচেয়ে ভালো থাকা অনুভূতি।
যদি সেটা জানতে,যদি সেটা বুঝতে।
********************
১৭ই সেপ্টেম্বর ২০২১।