ফোনালাপ হওয়ার পর
দুজনে প্রতিক্ষায় ছিলাম,
কখন হবে মুখোমুখি দেখা,


বড়ই অস্বস্তিতে ছিলাম আমি
হাতে পায়ে ছিল ঘামের ফোঁটা,
শত ভীড়ের মাঝে এড়িয়ে গিয়ে
হলো দুজনের চোখেতে চোখ রাখা।


রঙ্গিন মুখে প্রথম দেখে তোমায়
পারেনি জানাতে,
অলিগলির পরিবেশে হৃদয় ছিল ব্যাকুল,
যদি হ্যাঁ বলো, তবে জীবন পারি কাটাতে।


তুমি আমার হৃদয়ের স্রোত থামালে
চোখের ভাষায় বুঝিয়ে দিয়ে
রাস্তায় এসে দাঁড়ালে,


রঙিন টি-শার্টে বেশ লাগলো তোমায়
ছিলে তুমি মনের আপন খেয়ালে।


মাঝে মাঝে দেখেছিলে তুমি
বাঁকা চোখে আমায়,
তোমার শ্রী মুখেতে ছিলো
ভীষণ মিষ্টতা,


প্রথম দেখায় যদি ভালো লাগে
সংশয় যদি না থাকে মনে,
তবু ভালবেসো আমায়,
দিলাম তোমায় হাতে হাত রেখে কথা।


কম্পিত তোমার চোখের পলক
আবার দেখা হবে প্রিয়া,


বিদায় নিতে হলো সেদিন অল্প সময়ে
চির অম্লান হয়ে থাকুক
আমাদের ক্ষনিকের প্রথম দেখা।



২৫শে এপ্রিল ২০২১।