‘মানুষ চায় তার ভেতরে জমে থাকা,
লিখিত গল্প কেউ একজন শুনুক,
কেউ একজন মন দিয়ে শুনুক।  
কিন্তু আমরা তেমন কাউকে পায়না,
যাকে সব গল্পের শ্রোতা হিসেবে রাখবো,
যাকে গল্প শুনার দাবিদার বানাবো।
পায়না বলে থেকে যায়,
না বলা অনেক কথা, না বলা অনেক গল্প।

জানো রুপা 💗
আমাদের মাঝে সেই আগের টানটা নেই,
উপলব্ধি করেছো কখনো, কেন নেই?
আসলে তোমার সাথে দূরত্বটা বাড়িয়েছিলাম,
শুধু বুঝতে চেয়েছিলাম,
তুমি আমাকে কতোটা কাছে পেতে চাও,
তুমি আমাকে কতোটা উপভোগ করতে চাও।
কিন্তু সেই দুরত্বটা আমায় বুঝালো যে,
অনুপস্থিতের খাতায়,
কেউ একজন নতুন নাম লিখলো।
আমি আসলেই দূরের ছিলাম,
আমি সত্যিই তোমার হৃদয় হতে বহুদূর ছিলাম।

শুধু কালবৈশাখী ঝড় চায়,
তোমার মনে কঠিন সরলরেখা বুঝালো আমায়,
একতারা এখন সুর তুলে না,
একা একা আর কতক্ষণ,
তুমি তোমার হতে পারলে,
আমি কেন হলাম না তোমার ক্ষন।

আমার ক্যানবসে এখন তোমার ছবি জলজ্যান্ত,
রঙ লাগাতে দেখি তুমি আমায় নিয়ে খুব ক্লান্ত,
পারো তুমি একটুখানি ভালোবাসা শেখাও,
বাসবো ভালো ঠিক তেমনই,
যদি তুমি আমার হও, যদি তুমি আমার হও।
তেমন কিছু আর চাওয়ার নেই,
যাওয়ার পথে তোয়ালেটা রেখে যেও।’💌
✆✆✆➤➤➤✆✆✆➤➤➤✆✆✆
কোথাও একটা লাইন পড়েছিলাম,
"Sometimes absence is required to feel a person’s presence more instantly"🌺💕
*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*
#রচনাকাল_২১শে_মার্চ_২০২৫ইং
#কাব্য_রুপার_তোয়ালে🌹💌
#উৎসর্গ_রুপা💗