কেমন আছো তুমি, কিছু বলবে.?
চা খাবে না কফি.?
কিছু খেতে ইচ্ছে করছে না,
তবুও তোমার হাতের কড়া চা।
দীর্ঘ একযুগ পর হঠাৎ দেখা দিলে,
কোন চিঠি পেলাম না তোমার আসার।
আসলে সেরকম কিছু না,
একটু ভাবছি আর নিশ্চিত হওয়ার জন্য,
চেষ্টা করছি। হ্যাঁ কয়েক রাত তোমাকে
একা ঝুলবারান্দায় হাঁটতে দেখলাম।
সুখেরতরী থেকে নেমে,
হঠাৎ দুঃখবিলাসী মনে হলো তোমায়।
কেন বলতো, কিছু পেলে কি.?
আর আমাকে নিয়ে তুমি এতো
অনিশ্চয়তায় থাকবে জানতাম না।


বিষয়টি যে তোমাকে আমার কাছে এতো
সামনা-সামনি দাঁড় করাবে,ভাবতে অবাক লাগলো।
সময় নিতে চাও না দিতে চাও.?
আসলে ব্যাপার টা তোমাকে উদ্বিগ্ন করে তুললো,
ভেবো না,মনের অস্থিরতা কমাও,
সবটা সময় বলে দিবে।
কেন না সময়ের চেয়ে খুব ভালো অসাধারণ কিলার আর কে আছে.!!
এতো বছর খোঁজ খবর আড়ালে নিয়েছো,
এইবার বোধহয় সুযোগটা হলো না.?


তুমি দেখি আমার স্বভাবের স্বভাষা ভুলে গিয়েছো।
আমি কারো সম্পর্কে তৃতীয় কাউকে জিজ্ঞেস করি না,
বিশেষ করে তোমার একান্ত সম্পর্কিত বিষয়গুলো।
কাল বিকেলের ফ্লাইটে চলে যাবো টিকিট কর্নফাম করলাম,
তুমি আমাকে এয়ারপোর্ট পর্যন্ত
এগিয়ে দিতে যাবে না.?


যাবো, তবে অনিশ্চয়তার অনুভূতি
তোমার মন থেকে যেদিন মুছে যাবে, ঠিক সেদিন।
ও হ্যাঁ, যে উত্তর টার জন্য তুমি এতদূর পাড়ি দিলে,
সেটা নিতান্তই ইতিবাচক।
সুতো কাটা ঘুড়ি যদি জোড়া লাগাতে চাও,
তবে পরের বার মন নিয়ে এসো,
ভালো থেকো।💔💘💌
★★****★★****★★****★★
#২৩শে_নভেম্বর_২০২২ইং