আজ আনমনে লাল মাটি আর শাল বনে,
অঝর বৃষ্টি তে আমি নিরজনে।
একা একা পথ চলি,
পাখিরা শান্ত, আজ জলে ভিজে ক্লান্ত।
আমি চলি আনমনে,কত শত দুর,
দেখে আসি না পাবার দেশ এই আদ্র বর্ষায়,
যদি পাই তোমার দেখা এই নিরজনে, আর যাব অনেক দুর।
পাখি রা আজ ডাকবে কিনা জানিনা এই অশান্ত শ্রাবনে,
দেখে আসি না পাবার দেশ এই সিক্ত বর্ষায়।
শুন শান বাতাসে তোমার নেশা ধরেছে,
পাবার আসা করি না,
আশা নেই, নিরাশা নেই,শান্তি আছে সেখানে,
কেও বলে সুখে থাকিস আন মনে,
গভীর হয়ে তাকে নিয়ে।
সে নেই তাও আছে আমার মরা প্রানে আর নিরজলা নয়নে।
দেখে আসি না পাবার দেশ ......