রহস্যময়ী- কি কথা জমিয়ে রেখেছো চোখের কোণে?
সে দুর্বোর্ধ্য ভাষা বুঝতে বুঝতেই জনম হল পার
মন থেকে যৌবনে তোমার কৃত্রিম সত্ত্বা অন্বেষণে
ক্লান্ত আত্না, জুয়াড়ি প্রেমের সাথে করুণ অভিসার।


আঁচল ভরা বিষাদের অলিগলি, চিবুকে চোরা গোধুলী
মুছে গেছে স্বর্ণালী কাব্য নষ্ট উপন্যাসের পাতায় পাতায়।
হৃদয়ের কামকুলে নগ্ন তুমি, বাহিরে সজ্জিত পুত অঞ্জলি
বিরহের অচনার্কাল কাটে শুধু ভাগ্যবিধাতার অন্ধ ভিক্ষায়।


প্রতিটি রাত তোমার অব্যক্ত ইশারায় গাঢ় অন্ধকার হয়
নক্ষত্র থেকে তারায় তারায় জ্বলে উঠে নিষ্প্রভ কামনা।
পাঁজরে ঝড় উঠে,হায়- শূন্য বুকে এখনো হারানোর ভয়
কলংক গ্রাস করবে যেন সমস্ত পৃথিবী- তুমিই জয়ী পুরাঙ্গনা!


আড়স্থ কথাগুলোও নিঃশেষ হবে একদিন  বৃথা চুম্বনের সুখে
পৃথিবীর বিমূর্ত জলছাপ তুমি-‘ অনিঃশেষ  হারাবার!’
ঝিনুকের মতো শুধু মৃত্যুই গুটিয়ে রেখেছি- অন্তঃসারশূন্য বুকে
কাফনে ঢাকা রুপালী কফিন  -এখন সময় ফিরে যাওয়ার।