বিশ্ব বিধাতা  নিভৃতে এসো অন্ধ আদালতে -
এখানে বিষম অনাচার, আর্তচিৎকার, ব্যেপে ফেঁপে উঠছে
উদর ভর্তি বারুদের বাষ্পরুদ্ধ প্রাণ।


জীবিত, মৃত আর অর্ধমৃত কন্ঠে ভয়াবহ প্রতিধ্বনি
কিংবা প্রবল অপেক্ষা - শুধু মহাকাল ধরে
বাঁচার আকুতির চিরকুটে রক্ত লাল ঈশান।


ইরানি গোলাপ ভরা উদ্যান অভিশাপে পুড়ে গেছে-
মৃগনাভির সৌরভে বাসি মৃত গন্ধের অবগাহন
অতৃপ্ত স্বপ্ন জুড়ে শুধু  ধ্বংসের অভিলাষ।


উন্মত্ত প্রশান্তের ঢেউ আঁছড়ে পড়ে নাভিশ্বাসে-
শরীরবৃত্তের   অস্থি মজ্জা নিলামে তুলে
তোমার আমার বেওয়ারিশ লাশ।


জ্যোৎস্নার আলো  সাইরেনের সতর্ক হেডলাইন-
কংক্রিটের চাঁদ ধ্বসে গেছে শত্রুর মিসাইলে
বোমা বর্ষণে -চিরসবুজ, রক্ত লাল কার্পেট  অতঃপর !


ক্লিওপেট্রো, মোনালিসা থেকে ভ্যন গগের দৃশ্যপট -
ব্যর্থ; আজ ফিলিস্তিনের  শহীদের অস্থি আর রক্ত দিয়ে
বক্ষে বক্ষে এঁকেছি অধিকারের চিত্র - হে মহা চিত্রকর।