বনলতা জানো - এ বুকে
শিরা-উপশিরা দিয়ে গড়েছি মঞ্জিল।
অবশিষ্ট নিঃশ্বাসে- সন্ধ্যা দ্বীপ জ্বালবো বলে-
হৃদয়ে বেহালার দ্যোতনার সুর ফেরি করি।
হায়- এ যে পারিজাত মরিচীকার ধ্রুবতারা।


স্বপ্ন ভঙ্গের দিনে - কত শত যতনে রঙ্গীন করি
প্রথম প্রহরের লাল সুর্যটাকে; তোমায় টিপ পরাবো বলে-
হায় - দিন ফুরালে সেও - অস্ত যায়।


নীল - নয়না আঁখি আর পরিযায়ী পাখির
সুরের মুর্ছনায় জয়ী হলো কত বর্বর জনপদ।
কত পদ্ম, গোলাপ আর অপরাজিতা ফুলের বাসর হলো-
কে তার হিসাব রাখে জীবনের ডায়রি তে।


       "শুধু তোমাকেই চেয়েছি
           এক পৃথিবীর বিনিময়ে"