তোমাকে বুকের মধ্যেই পাওয়া হলো না
হেমন্তের জ্যোৎস্নার মতো চলে গেলে-
কোজাগরির চাঁদ দিক ভ্রান্ত জোনাকির
হয়ে ঢলে পড়ে- আধোঘুমো পৃথিবী 'পর।
সমস্ত নক্ষত্র জ্বালিয়ে কত আয়োজন-
পৃথিবীর সমস্ত বর্ণ দিয়ে তোমায় করুণ নিমন্ত্রণ।
এক প্রাণ দীপ্ত টিপ তোমার কপোলে
জীবন উপসংহারে চাই - হে অপ্সরী।


ঢের হয়েছে- এখন আরাধনায় খুঁজে প্রাণ-
শিউলী ঝরা ধব ধবে সাদা চিঠিতে ভরে উঠোন।
দিন রাত অধ্যায় আর পৃষ্ঠায় পৃষ্ঠায়
মহামিলন; মৃতুর প্রজাপতির ভেলায়।
অভিলাষ ভরা এই রঙ্গিন উপখ্যানে -
তুমি আমি চিহ্ন রেখে যায় - মহা প্রস্থানে।