আমার অট্টহাসির প্রতিধ্বনি ফিরে আসে
কান্না হয়ে; মৃত্যুর চোরাবৃত্তে ঘেরা পৃথিবীর বলয়।
তবুও শুকনো চোখের রেটিনায় তোমার বিমূর্ত জলছাপ
লেগে আছে; সময় চুরি করে নেয় তোমার অবিচ্ছেদ্য অধ্যায়!
অন্ধকারে ডুবে গেছে তোমার সিঁথির চাঁদ, জ্যোৎস্নাহীন মলিন আঁচল।
কাঙ্গালের জীবন নিয়ে মিছে প্রেমিক সাজি, হিমালয়ের মতো নিথর
স্পন্দনে, সহস্র স্পর্শের হিরণ্ময় শিহরণের মৃত্যু ঘটে নিঃশব্দে -
ধক ধক করে জীবনের আয়ু গিলে ফেলছে হৃৎপিণ্ডটা।


আজ আমি দেবদূত প্রেমিক- প্রজাপতির ছিন্ন ডানার
মতো যদি আকাশ হারিয়ে যায় অন্ধাকারে; সূর্যের সমস্ত আলো
কেড়ে তোমায় খুঁজে নিবো - হে অপার জীবন মানসী।
এই হিমেল ঠান্ডা হাওয়ায় নগ্ন পথশিশুটির মতো
যদি করুণভাবে কেঁপে কেঁপে ওঠে তোমার ভেঁজা পাপঁড়ি;
তাই- তোমার তরে আমার প্রতিক্ষার শেষ শীতল নিঃশ্বাস।