এই বিভ্রম আদিম বাংলার জনপদে-
চোখে চোখে প্রেমার্দ্রতা অন্ধকার নিয়ে
হিম শিশিরের কী অদ্ভুত সূর্যোদয়।
মাধবী রাতভর - ওরা রক্ত ঘামের ফেরি শেষে
শতাব্দীর ক্ষুধার্ত - লাল সূর্যের পরোয়ানা নিয়ে
শিরদাঁড়া হয়ে দাঁড়ায় - উদ্ভিদের মতো।
শীর্ণ বনো কঙ্কালসার শরীরে গড়ে
রক্ত-মাংসের - প্রতিরোধের শীতল মঞ্জিল।


মহাকাল বয়- আচ্ছাদিত হৃদ-বৃন্তের নিঃশ্বাসে-
নিকষ নতুন আলোয় - প্রাণ স্থবির  হয়
বুক - মুখ অবধি  উগরে আসে জীবনের লেনদেন।
ইতিহাস থেকে নিহত বর্ণগুলো বিদ্রোহ করে
খাদ্য ভান্ডারে; কিংবা দুর্মর ভাঙ্গে সভ্যতার সোপান।
শুধু কুয়াশার মতো - আব্রুহীন দৃষ্টি মলিন হয় প্রচন্ড।