হিমাদ্রী কুয়াশায় বিবর্ণ এই মাধবী রাত
কতটা অন্ধকার শুঁষে হয়েছো বিরহ উপাখ্যান
শুধু জানে স্ট্রিট ল্যাম্পের নিয়ন আলোর মঞ্জিল।
কত কাঙাল কত নষ্ট গোধূলীর মোহে
অবগাহন করে কাব্যের মরীচিকার ছন্দে
নিঃশব্দে ফোটা হাস্নাহেনার উন্মাদে।
দেউলিয়াদের মধ্যে কেউ কেউ খুব সস্তায়
শহর বিক্রি করে—যন্ত্রণাকাতর রাত্রিভর।
খাদ্য ফেরির পরে নিলামে ওঠে লবণাক্ত দেহ
সুখ-দুঃখের নির্মম আদিম আদিখ্যেতায়।
সমুদ্রের পরিশ্রান্ত নোনা জলে বিধৌত করে
আগুনপাখির স্বপ্নে বিভোর পুড়ে যাওয়া ‘ক্লান্ত চোখ দুটি’।
অন্তরে যুগান্তরের মৌনতার বিষে জর্জরিত
খুব নগণ্য স্পর্শেও ছড়ায়—ভিসুভিয়াসের উত্তাপ।
কত শত ভুল অনুভূতির ছন্নছাড়া হলুদ খাম
পৌঁছায় দিগম্ভর গন্তব্যের মায়ায়।


হৃদয় গহীন থেকে তপ্ত শ্বাস নিঃশেষ করে
জ্বলে জ্বলে নক্ষত্রের শত ফুল ফুটবে বলে
কী বিষাদময় ক্লান্ত আলিঙ্গন!
নিস্তেজ ঠোঁটে চুম্বন—চিরন্তন মোহরাঙ্কিত স্বাক্ষর।
‘তবুও জীবন কঠোর উদ্ভাসিত
প্রাণের কোন আলোয়’।