ধরা কে সরা করে
আমার  স্বর্গোদ্যান খুঁজি-
স্বপ্নাতুর - যামিনী কামিনী বিভাবরী
তুমি কোন নীলানলের সুচি।


শতাব্দীর দেউলিয়া দীর্ঘশ্বাস - এ পাঁজর পেয়ালায়
করিব সমর্পণ তোমায় - এ করুণ অবেলায়।


কাঙ্গালের সমস্ত ভ্রমর চিরকুট করে
উড়ো চিঠি দিলাম - প্রিয়া
পৃথিবীর সমস্ত লাল গোলাপ কিনেছে
আকাশের নীল বেদনায় - আমার হিয়া।


অন্ধকারের বর্ণে বর্ণে উপন্যাস করে তোমায় সাঁজাবো
ক্ষুধিত তৃষিত সাহারা- তব চুম্বনে উদ্ভাসিত হবো।


(কাউকে নিবেদিত)