তোমরা প্রস্তুত হতে থাকো- হৃদয়ে
পৃথিবীর অন্ধকার বহন করার-
আমি  অশ্রু , ঘামে আর প্রার্থনায়
অগোচরে  বিশ্ব  বাণীর প্রতিধ্বনি হবো;
কিংবা এক ফোঁটা করুণ নির্মল জল হবো -
যে জলে তৃষ্ণা মিটবে ক্ষণস্থায়ী সব মুসাফিরের
কিংবা  চিকচিক করবে জননীর মনিকোঠার আঙ্গিনায়।
যে জলে সুপ্ত প্রেম হবে প্রেয়সির পার্থিব শুদ্ধতায়।


পান্ডুলিপিতে বিধাতার অধ্যায়টাই বরং গোলক ধাঁধাঁ;
তোমার আমার ভবঘরে ইতিহাস জুড়ে -
শুধুই প্রতিটি ফুঁৎকারে ওড়াই পঙ্গিল নিঃশ্বাস।
অতঃপর- হয়তোবা কখনো রক্তাভাব জল থেকে হবো
বিধাতার অন্ধ লেখনির কালি; যে কালিতে
লিখা হবে তোমার আমার পার্থিব ভাগ্যলিপি