তোমার প্রতি ফেরার দিনগুলো আর নেই-
এই প্রবীণ চশমার ফাঁকে উড়ে গেছে রঙ্গিন প্রজাপতি;
কোথায় পাবো তারে! আঁধারে নাকি
তোমার অলিখিত সত্ত্বার ভেতর।
মরিচীকা প্রজাপতির ডানায় তোমার চুম্বন
আর আমার মৃত্যুর চিহ্ন আঁকা আছে।
অনন্ত নৈঃশব্দে তোমার ছায়া মূর্তি দেখে
জন্মাবধি শুধু ভুলের ভেতরই রয়ে গেলাম।
ভেতরে ভেতরে এক শূন্য সমীকরণে
আত্ন-মগ্ন পৃথিবী কিংবা আমি; অবশেষে
দিবস আর রজনীর দ’টি ডানায় ধাবিত হচ্ছি-
বিমোহিত অনন্তকালের তরে।