আকাশে মেঘ ভেসে যায়
মেঘেতে বৃষ্টি আনে,
কোথাকার ব্যাঙগুলো ওই
ঘ্যাঙর ডাকে আপন মনে।


বৃষ্টি পরে টাপুর টুপুর
স্বাধীন মনে আপন বেগে,
মাটি তার গন্ধ ছড়ায়
জগতের সব বাতাসে।


তবুও কেন আমার বেলায়?
আমি কেন এত একা?
একেলা সব বেলাতে
বন্ধু হতে  কেউ আসেনা।


জন্ম পরে সবাই একা
আমিও তার মধ্যে এক
তাই আর চাইনা বাঁধন
চাইনা মায়ার ছিন্নতা।


চাইনা  বাঁধা, বদ্ধ ডিঙ্গা
চাইনা পাখির ভাঙা ডানা
চাইনা নদীর মধ্যে বাঁধ
চাইনা বায়ুর গতির বাঁধা।


পরাধীন আমার শরীর
মনে আমার দুঃখ ভুখ
তবুও আমি বড্ড খুশি
একেলাতেই আসল সুখ।