আজ ফুলশয্যা, আমার প্রিয়ার ফুলশয্যা ।
শেষ হয়েছে অতিথি আপ্যায়ন ,
সানাইয়ের সুরে এখন ক্লান্তির ছাপ ।
শিশুদের কলরব, কিশোর-  কিশোরীর উল্লাস,
যুবক-যুবতীদের উচ্ছলতা থিতিয়ে পড়েছে অনেকটাই ।
সালঙ্কারা প্রিয়াকে বেশ মানিয়েছে আজ ।
চোখের দ্যুতিতে নতুন উদ্দীপনার বহিঃপ্রকাশ,
টোল পড়া গালে আবির রঙের আভাস ।


আজ যে ফুলশয্যা, আমার প্রিয়ার ফুলশয্যা ।
কড়িকাঠে মাকড়সার জাল বোনা দেখা থেকে মুক্তি,
নিঃসঙ্গ দীর্ঘমেয়াদি রাতের উদাসীনতার অবসান ।
দুজনে দুজনকে নতুন করে চিনে নেওয়া ।


আজ ফুলশয্যা, আমার প্রিয়ার ফুলশয্যা ।
গভীর রাতে আজ যখন চাঁদ যুবতী হবে ।
একে অপরকে আমরা চাঁদের মধ্যে দিয়ে দেখবো ।
তারপর সে ফিরে যাবে তার কাঙ্খিত জীবনে,
উন্মাদনার জোয়ারে ভেসে যাবে দুটি দেহ-মন ।
জীবনের গতিপথ ধরে সে এগিয়ে যাবে
তার জন্য নির্দিষ্ট গন্তব্যস্থলের দিকে ।
আর আমি থেকে যাব সেই জীবন পথে ------- মাইলস্টোন হয়ে ।


তাইতো এই ফুলশয্যা আমার প্রিয়ার ফুলশয্যা ।