আজ রাতে জন্ম আমার
আমি এক মেয়ে ।
মা আমার প্রসব পীড়ায়
গোকুল আর গোপনে ।


যমুনা নদীর ওপার থেকে
কে এলো , এক সদ্যজাত ছেলে নিয়ে
তখনও আমি দেখিনি
আমার মায়ের মুখটি চোখ খুলে।


ছেলেটাকে রেখেদিল চুপকরে , আর
আমাকে তুলে নিলো মায়ের কোল থেকে ।
পরে আমার পাচার হলো
মথুরার ঐ কারাগারে ।


সেই দেশের সেই রাজা এলো
আর আমার হলো হাতবদল ।
এখান থেকে সেখান থেকে
আমায় শুধু ছুড়েই গেলো ।


আমার বাবা-মায়ের কাছে
সেই ছেলেটা বড়ো হলো।
মথুরায় ফিরে আসল বাবা-মা পেলো
একটা নয় দুজোড়া বাপ-মা হলো ।
ছোটবেলায় ননী খেলো
বড়ো হয়ে কতো লীলা করলো ।


পৃথিবীকে নাকি আন্যায়ের হাত থেকে রক্ষা করলো
কিন্তু আমার খবর কে রাখলো ?


পাচার হওয়া, বিক্রী হওয়া
হাতবদলের সেই মেয়েদের
আজও কোনও খোঁজ হয়না ।


ছোটবেলায় মা হারানো,বাপ হারানো
নিঃস্ব হওয়া সেই মেয়েটা ,আমি
আমি ' যোগমায়া ' ।।