গল্প করে মায়ের কোলে ছোট্ট মেয়ে শুয়ে
বাবা আনবে নতুন জামা কাজের থেকে ফিরে
সকাল থেকে সন্ধ্যা দুপুর কঠোর পরিশ্রমে
জুটেছে যা পারিশ্রমিক রূপে
চালডাল আর নুন কিনতে হবে দরাদরি
দুগ্গা ঠাকুর লক্ষিগনেশ কতো সাজগোজ
গরীব বলে ছেঁড়া জামা গামছা বাঁধা পেট
জলপড়ে তাই বাবার দুচোখ দিয়ে
জাঁকজমক আর আলোর ঝলকানি
সবকিছু তেই ছড়িয়ে পড়ে
ঢাকা পড়ে গরীব লোকের বাড়ি।